মন দিলাম সিনেমার পরিচালক হলেন গাজী মাহবুব
★গত ২১ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি অফিসে ধারা মিডিয়ার স্বত্বাধিকারী আবুল হোসেন মজুমদারের প্রযোজনায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র”মন দিলাম” এর পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ হলেন গাজী মাহবুব।
কালজয়ী প্রেম কাহিনী নিয়ে নির্মিত হবে বাংলা চলচ্চিত্র “মন দিলাম” এ সিনেমার পরিচালক হওয়ার পর গাজী মাহবুব বলেন, চলচ্চিত্র নির্মাণ করেই একটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিলাম। আমার সমস্ত ভাবনায় চলচ্চিত্রের উন্নয়ন। কাজেই ধারা মিডিয়ার স্বত্বাধিকারী আবুল হোসেন মজুমদারকে ধন্যবাদসহ ভালোবাসা।
আমি ভীষণ খুশি। প্রেমের তাজমহল খ্যাত তারকা পরিচালক গাজী মাহবুব বলেন
সবাই দোয়া করবেন আমি আপনাদের সবাইকে “মন দিলাম “।