1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
মেজর হাফিজের হস্তক্ষেপে টোল ও চাঁদামুক্ত হলো লালমোহন বাজার,স্বস্তিতে শ্রমজীবি চালকগন - Bhola Crime
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালমোহন করিমূন্নেছা-হাফিজ মহিলা কলেজের সভাপতি মেজর হাফিজ,বিদ্যোৎসাহী সদস্য সোহেল আজিজ শাহীন পরিচয় মিলেছে বেতুয়া নদীতে ভেসে আসা লাশের লালমোহনে অগ্নিদূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে মেজর হাফিজের নগদ অনুদান প্রদান ভোলা জেলা নবাগত পুলিশ সুপারের সাথে ভোলা জেলা অনলাইন ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে রশিদ দিয়ে চাঁদাবাজি ৬ জন গ্রেফতার ব্যাংক সুদ হার নতুন কৌশল সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে লালমোহন-তজুমদ্দিনকে,বললেন বাবুল পন্চায়েত মেজর হাফিজের হস্তক্ষেপে টোল ও চাঁদামুক্ত হলো লালমোহন বাজার,স্বস্তিতে শ্রমজীবি চালকগন নতুন যারা যুক্ত হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে,শপথ কাল এত দ্রুত যে স্বাধীনতা দেখতে পাবো ভাবি নাই-লালমোহন সমাবেশে মেজর হাফিজ

মেজর হাফিজের হস্তক্ষেপে টোল ও চাঁদামুক্ত হলো লালমোহন বাজার,স্বস্তিতে শ্রমজীবি চালকগন

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

বিস্তারিত: লালমোহন ও তজুমদ্দিন বাজারে ভাড়ায়  চলাচলকৃত ও প্রবেশকৃত হোন্ডা,সি.এন.জি,ব্যাটারি চালিত অটোরিক্সা ও বোরাক থেকে দীর্ঘদিন ধরে মোড়ে মোড়ে উত্তোলিত পৌর টোল নামে সকল প্রকার চাঁদা নিষিদ্ধ করা সহ লালমোহন মাছবাজার থেকে অতিরিক্ত চাঁদা গ্রহন বন্ধ করলেন লালমোহন তজুমদ্দিনের বি.এন.পির একক কান্ডারী সাবেক পানি সম্পদ মন্ত্রী জনাব মেজর অবঃ প্রাপ্ত জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ বিকেল ৫ ঘটিকায় তার নিজস্ব বাসভবনে লালমোহন বাজারের সকল ব্যাবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ সিদ্ধান্ত প্রদান করেন,এ সময় তিনি লালমোহনের সকল ব্যাবসায়ীদের নিশ্চিন্তে তাদের ব্যাবসা পরিচালনা করার  পরামর্শ দেন।

তিনি আরো বলেন কেউ যদি তার নির্দেশ অমান্য করে কোন প্রকার টোল আদায় করেন এবং তার দল কিংবা বহিরাগতদের কেউ যদি কোন ব্যাবসায়ীদের কাছ থেকে কোন প্রকার চাঁদা দাবী করেন তাহলে সেই চাঁদাবাজের বিষয়ে তাকে দ্রুত অবগত করার বিষয়ে বাজার কমিটির সভাপতিকে নির্দেশ প্রদান করেন এবং উক্ত বিষয়ে কঠিন পদক্ষেপ গ্রহন করা হবে বলে ও হুশিয়ারি প্রদান করেন। আজ সকালে তিনি তার বাসায় দেশে চলমান যৌথ বাহিনীর অভিজানকে স্বাগত জানিয়ে বলেন আ’লীগ দীর্ঘ ১৬ বছরে দেশে ব্যাপক লুটপাট চালিয়ে দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিল,জনগনের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের অর্থনীতি ও গনতন্ত্র ধ্বংস করে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করেছিল,তাই পূর্বে এবং বর্তমান সময়ে চলমান সহিংসতা বন্ধে সকল দুঃষ্কৃতিকারীদের বিষয়ে যৌথ বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন।

৫ ই আগষ্ট ছাত্র জনতা সহ শতশত লাশের বিনিময়ে এই স্বৈরশাসক হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে।তাই বি.এন.পির সকল নেতাকর্মীদের দেশের এই দুঃসময়ে জনগনকে শোষন বা শাষন করে নয় বরং ভালোবাসা ও সেবা প্রদান করে জনগনের মন জয় করে তাদেরকে আগামীর জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিয়ে এসে বি.এন.পিকে জয় এনে দেওয়ার বিষয়ে তার গুরুত্বপূর্ন নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

বিকেলে অনুষ্ঠিত ব্যাবসায়ীক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মেজর হাফিজের ছেলে জনাব তাহারাত হাফিজ,উপজেলা বিএনপির সেক্রেটারি জনাব বাবুল পন্চায়েত,পৌরসভা বি.এন.পির সভাপতি জনাব সাদেক ঝান্টু,লালমোহন প্রেসক্লাবের আহবায়ক জনাব মো. সোহেল আজিজ শাহীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি (প্রভাষক) মোঃ শাহিন ও বি.এন.পির অন্যান্য নেতাকর্মীসহ লালমোহন বাজারের সকল পর্যারের ব্যাবসায়ীবৃন্দ ও সুশীল সমাজের স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022