আজ ০২-০১-২০২১ ইং লালমোহন তজুমুদ্দিনের জননন্দিত নেতা জনাব আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন (এম.পি ভোলা-৩ ) মহোদয়ের এর সুযোগ্য সন্তান জনাব ইশরাক চৌধুরী নাওয়াল এর শুভ জন্মদিন ৷
দ্বীপবন্ধু নুরুন্নবী চৌধুরী শাওন ফ্রী আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান উপদেষ্টা হলেন ইশরাক চৌধুরী নাওয়াল
লালমোহন তজুমুদ্দিনের যুব সমাজকে কম্পিউটার প্রশিক্ষন ও আইসিটি বিষয়ে তার দক্ষতা সকলের মাঝে ছড়িয়ে দিতে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ৷
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে অনুপ্রাণিত হয়ে ইশরাক চৌধুরী নাওয়াল তার জন্মদিনে লালমোহন তজুমুদ্দিনের যুব সমাজকে কম্পিউটার প্রশিক্ষন দানে সাবলম্বী করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন ৷
তার জন্মদিনে স্নেহ,আর্শিবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন লালমোহন তজুমুদ্দিনের আপামর জনগন,তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন ৷