বিশেষ প্রতিনিধি : ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্যদের সম্মানার্থে ইফতার এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহর কল্যানের জন্য মহান রাব্বুল আলামিন এর কাছে দোয়া চেয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব ।
শুক্রবার (৫ এপ্রিল) ভোলা প্রেসক্লাব ভবন কুইন আইল্যান্ড কিচেন চাইনিজে সৌহার্দপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠানের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়। এ সময় অনুষ্ঠানে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্যরা একে অপরের কুশলাদি বিনিময় করেন।
অনুষ্ঠানে সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী ভোলা সদর আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এর রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা, দেশ জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা এবং ফিলিস্তিনি মজলুম মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার, জাতীয় চার নেতা, শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক ও প্রভাষক মনিরুল ইসলাম।
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তুহিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগ ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক ও ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ভোলা সদর পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন টুটুল, ভোলা বাংলা বাজার ফাতেমা খানম কলেজের প্রভাষক রেহানা ফেরদাউস,দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক একেএম গিয়াস উদ্দিন, সহ-সভাপতি লিটন শেখ, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম এন আলম, দৈনিক ভোলা প্রকাশ সম্পাদক বিজয় বাইন, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সোহেল,ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সদস্য এবং গোয়েন্দা রিপোর্ট পত্রিকার সহকারী সম্পাদক ও ভোলা ক্রাইম ডট কমের সম্পাদক মোঃ মারুফ হাসান মিহির, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মনছুর আলম, বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল ব্যুরো চিপ আলী আশ্রাফ,আজকের পত্রিকা ভোলা প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ,সাংবাদিক হাসনাইন, রাহাত, আমির হামজাসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।