1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
ভোলা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসী দিয়ে সাংবাদিকের উপর হামলা,আহত ২ সাংবাদিক - Bhola Crime
সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভোলা বোরহানউদ্দিনে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ইউএনও তৌহিদুল ইসলামকে দেওয়া হয়েছে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা তথ্য ও প্রযুক্তি আইনের মামলায় জামিন পেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ ভোলার চরফ্যাশনে কৃষকের ধানে মুনছুর লাঠিয়ালের দৃষ্টি,আতংকে দরিদ্র কৃষকেরা খেলাধুলাই তরুন সমাজকে অপরাধ থেকে দূরে রাখবে বললেন-মেজর হাফিজ অফিসের কেরানীরা ও ফ্যাসিবাদের দোসর-বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ বিএনপি কখনোই নৈরাজ্য ও সহিংসতাকে সমর্থন করেনা-মেজর হাফিজ “ক্ষুদে ম্যারাডোনা” নোমান পাটোয়ারীকে আ’লীগের কর্মী সাজানোর চেষ্টায় লিপ্ত অপপ্রচারকারীরা ভোলা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসী দিয়ে সাংবাদিকের উপর হামলা,আহত ২ সাংবাদিক

ভোলা প্রেসক্লাবে বহিরাগত সন্ত্রাসী দিয়ে সাংবাদিকের উপর হামলা,আহত ২ সাংবাদিক

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

ভোলা প্রেসক্লাবে এনটিভির প্রতিনিধি আফজাল হোসেন বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে হামলা চালায় । তাদের হামলায় দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ সহ ২ জন গুরুতর আহত হয়েছে।

১৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরের দিকে ভোলা প্রেসক্লাবে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ১ জনকে বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে চিকিৎসক।

ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক নাহিদ বলেন, দৈনিক কালবেলার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যকালে সাংবাদিক কামাল উদ্দিন সুলতান আওয়ামী লীগের দোষরদের পক্ষে কথা বললে আমি তার প্রতিবাদ করি। এ সময় কোন কিছু না বুঝার আগেই এনটিভির ভোলা জেলা প্রতিনিধি আফজাল হোসেন ক্ষিপ্ত হয়ে আমাকে গালমন্দ করেন। আমি প্রতিবাদ করলে অন্য সহকর্মীরা আমাদের ২ জনকে শান্ত করে দিয়েছেন।

কিছুক্ষণ পর আফজাল হোসেন টেলিফোনে তার শ্যালক মোঃ আলীসহ ২০/২৫ জন বহিরাগত সন্ত্রাসী এনে আমার উপর অর্তকিত হামলা চালিয়ে আমাকে এবং আমার শ্যালক একটি অনলাইন পত্রিকার প্রতিনিধি জাফর ইকবালকে আহত গুরুতর করেন।

পরবর্তীতে নাহিদ এবং তার শ্যালক জাফরকে অন্যান্য সহকর্মী সাংবাদিকরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে এনে ভর্তি করান। জাফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশালের শেরে বাংলা মেডিকেলে পাঠিয়েছে চিকিৎসক।

নাহিদের পরিবার এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। তবে উক্ত ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভোলার কমর্রত গণমাধ্যম কর্মীরা।

এদিকে দুপুরের এই অনাকাঙ্খিত ঘটনার পর সন্ধ্যায় এক জরুরী সভায় বসে ভোলা প্রেসক্লাবের সদস্য ও পেশাদার সংবাদকর্মীরা। এ সময় ভোলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সকল বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এছাড়া আফজাল হোসেন যে ঘটনা ঘটিয়েছেন তার এই অপরাধের কারণে ভোলা প্রেসক্লাব থেকে তাকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিস্কার ও ভোলা জেলাতে আফজাল হোসেনকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

ভোলা সদর মডেল থানার এস আই সোহেল জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছি। একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022