নিজস্ব প্রতিবেদক :ভোলা ক্রাইম
দ্বীপজেলা ভোলার আভ্যন্তরীণ আরেক দ্বীপ মনপুরায় মোঃ আইয়ুব পাটওয়ারী (৩৭) নামে এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে হামলা ও তার সঙ্গে থাকায় ১ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যবসায়ী আইয়ুব পাটওয়ারী ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুলাগাজীর তালুক গ্রামের আব্দুল অদুত পাটওয়ারীর ছেলে এবং স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও বিভিন্ন কোম্পানির পরিবেশক।
এছাড়াও তিনি মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক।
ব্যবসায়ী আইয়ুব পাটওয়ারী অভিযোগ করে জানান, মনপুরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমানত উল্লাহ আলমগীর চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিভিন্ন অনিয়ম ও দূর্নিতীর সাথে জড়িত ছিলেন ৷
করোনা মহামারী চলাকালীন সময়ে চাল বিতরণে আমি এবং এলাকার যুব সমাজের সচেতন নাগরিক সহ উক্ত অনিয়মের প্রতিবাদ করি,পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে উক্ত অনিয়মের সত্যতা মিললে বহিস্কার হন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আমানত উল্ল্যাহ ৷
তারই জের ধরে চেয়ারম্যানের ভাই মোঃ মিজান, শাহাবুউদ্দিন ও তাদের চাচাতো ভাই মোঃ নাহিদ আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্ন সময়ে প্রাননাশের হুমকি প্রদান করতে থাকেন।
গত বুধবার ৮ ডিসেম্বর-২০২১ ইং তারিখ সন্ধ্যায় মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মাছ ঘাটে রাশেদ হাওলাদারের মাছের আড়ৎতে বসে আমি ব্যবসায়িক বিষয়ে রাশেদ হওলাদার, রুবেল হাওলাদারের সাথে কথা বলছিলাম।
আকস্মিক ভাবে মিজান, সাহাবুউদ্দিন, নাহিদ, আতিক, বাছেদ, গিয়াস উদ্দিন, মুছা, বাবলুসহ ৯ জন আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারতে থাকে এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রড গিয়ে আঘাত করে এতে আমার মাথায় গভীর ক্ষতের সৃষ্টি হয় ৷
মাথায় অতিরিক্ত রক্তক্ষরনে আমি জ্ঞান হারিয়ে ফেলি এই সুযোগে তারা আমার সঙ্গে থাকা ব্যাবসার নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরন করেন ৷