মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাংলাদেশ পুলিশ কর্তৃক লালমোহন থানায় হতদরিদ্রদের জন্য বাড়ি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন তজুমুদ্দিনের দ্বীপবন্ধু জনাব আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ৷
আজ রবিবার (০২ জানুয়ারি-২০২২ ইং) লালমোহন থানা পুলিশের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাংলাদেশ পুলিশের আর্থিক সহায়তায় লালমোহন থানার লর্ডহার্ডিঞ্জ এর হতদরিদ্র বিধবা মোসাঃ আনোয়ারা বেগম’কে আশ্রয়ের ঠিকানা হিসাবে বাড়ি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি, মাননীয় সংসদ সদস্য ভোলা-৩, জনাব মোঃ রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) ভোলা,অফিসার ইনচার্জ লালমোহন থানা, ভোলা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মী সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর হতদরিদ্রদের আশ্রায়ন প্রকল্পের আওতায় গৃহহীনদের গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। ৪ শতাংশের ঘড়টিতে দুইটি কক্ষ, একটি বারান্দা, বাথরুম সহ সুপেয় পানির সুবিধা সম্বলিত বসবাসের জন্য বাড়ি নির্মাণের যাবতীয় খরচ বহন করবে বাংলাদেশ পুলিশ।
উল্লেখ্য যে, বাংলাদেশ পুলিশের আর্থিক সহায়তায় প্রতিটি থানায় হতদরিদ্রদের মাঝে একটি করে গৃহ নির্মাণ করা হবে।