কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবির থেকে ২টি অস্ত্র, ৬১টি গুলিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল শুক্রবার বিকেলে হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর শিবির থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ১৬ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এপিবিএনের দাবি, গ্রেপ্তার রোহিঙ্গারা সন্ত্রাসী ইসলাম গ্রুপের সক্রিয় সদস্য এবং শিবির এলাকায় মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁদের কাছ থেকে একটি নাইন এমএম বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), একটি ম্যাগাজিন ও ৬১টি গুলি উদ্ধার করা হয়েছে।