ভোলার লালমোহন থানা পুলিশের সড়কে চাঁদাবাজি বন্ধের মাইক প্রচারের ১২ ঘণ্টা না যেতে মাহামান্য হাই কোর্টের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও পৌরসভার মেয়রের নাম ভাঙ্গিয়ে থানা পুলিশের নাকের ডগায় প্রকাশ্য পতিনিয়ত পৌর শহরে ঢুকতে প্রতিটি সড়কে সকল প্রকার যানবাহন থেকে চাঁদা আদায় করছে স্বঘোষিত ইজারাদার নামের চাঁদাবাজরা।
চাঁদা তোলার বিষয়ে লালমোহন পৌর সভার মেয়র কিছু জানেন না বলে জানান, তিনি বলেন, যারা তার নাম ভাঙ্গিয়ে চাঁদা তোলছেন তারা হাই কোর্টের আদেশ অমান্য করছেন। এই বিষেয় তার কিছু করার নেই বলে আপারগতা প্রকাশ করেন এবং চাঁদা তোলার বিষয়টি লালমোহন থানার ওসি সাহেকে অবগত করতে বলেন।
তবে লালমোহন থানার ওসি সাহেব বলেন, বিষয়টি দেখছি। লালমোহন উপজেলা প্রশাসন ও থানা পুলিশ মহামান্য হাই কোর্টের এই আদেশ কতটুকু বাস্তবায়ন করবে তা দেখার উপেক্ষায় উপজেলাবাসী।