আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলার লালমোহনে লিফলেট বিতরন করেছেন ভোলা-৩ আসনের জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ নুরুননবী সুমন।গত শুক্রবার ১৩ অক্টোবর ২০২৩ ইং তারিখ সকালে লালমোহনে স্থানীয় জাতীয় পার্টির নেতা-কর্মীদের সাথে নিয়ে লালমোহন পৌরসভার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পার্টি ক্ষমতায় থাকা কালিন সময়ের সকল উন্নয়নমূলক কর্মকান্ড গুলো লিফলেটে তুলে ধরে তা তিনি বিতরন করেন ৷
সংসদ সদস্য প্রার্থী নুরুননবী সুমন বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও লালমোহন উপজেলা জাতীয় পার্টির সভাপতি পদে রয়েছেন।
এ সময় সংসদ সদস্য প্রার্থী নুরুননবী সুমন বলেন, আসছে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে জাতীয় পার্টির হিসেবে সকলের দোয়া ও সমর্থন নিয়ে আমি লালমেহান ও তজুমদ্দিনকে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত আধুনিক লালমোহন গড়ার প্রত্যাশা নিয়ে এবং লালমোহন-তজুমদ্দিনকে নদী ভাঙ্গন থেকে রক্ষা করে সমাজে শাস্তিও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে বলে জানান তিনি।লিফলেট বিতরনের সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মাহাবুব এলাহি, পৌরসভার সভাপতি হারুন অর-রশিদ, সাধারন সম্পাদক মাওলানা রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফরিদ পাটওয়ারী, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক সাগর, সংগঠনিক সম্পাদক সামি, পৌরসভার সভাপতি শিপন, সাধারণ সম্পাদক নিরব রাইয়ান সহ উপজেলা ও পৌরসভা বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।