লালমোহনে অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক ব্যাবসায়ীকে নগদ ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন বি.এন.পির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ প্রাপ্ত জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম । গত ১৭-০৯-২০২৪ ইং তারিখে দিবাগত রাত আনুমানিক ২.৫০ মিনিটে লালমোহন উত্তর বাজার কাঠপট্রিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ,খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি দোকান পুরোপুরি পুড়ে যায় ।পরে লালমোহন,বোরহানউদ্দিন ও চরফ্যাশনের ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট এবং স্থানীয় বি.এন.পির নেতৃবৃন্দ সহ আপামর জনগনের সহযোগিতায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে।১৭-০৯-২০২৪ ইং তারিখ দিনে বি.এন.পির স্থায়ী কমিটির সদস্য জনাব মেজর অবঃ প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের তালিকা তৈরি করেন স্থানীয় পৌর বি.এন.পির নেতৃবৃন্দ ।১৮-০৯-২০২৪ ইং তারিখ বিকেল ৫ ঘটিকায় বি.এন.পির স্থায়ী কমিটির সদস্য জনাব মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ঢাকা থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সকল ব্যাবসায়ীদের মাঝে পৌর বি.এন.পির নেতৃবৃন্দের মাধ্যমে নগদ ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন এবং সরকাররের সাথে আলোচনা সাপেক্ষে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পুনর্বাসন করার প্রতিশ্রুতি ও তিনি দেন।এসময় তিনি দলীয় নেতাকর্মীদের সকল ধরনের সহিংসতা এড়িয়ে দলীয় শৃঙ্খলা বজায় রেখে চলার নির্দেশনা ও প্রদান করেন।
আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠান লালমোহন বিএনপির পৌর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব সাদেক জান্টু,উপজেলা বিএনপির সেক্রেটারি জনাব বাবুল পন্চায়েত,লালমোহন প্রেসক্লাবের আহবায়ক জনাব মো. সোহেল আজিজ শাহীন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি (প্রভাষক) মোঃ শাহিন,লালমোহন উপজেলার ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি”(সদস্য) জনাব নোমান পাটোয়ারী,জনাব মিজান হাং সহ পৌর এবং উপজেলা বি.এন.পির নেতৃবৃন্দ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ ।