বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই নৈরাজ্য ও সহিংসতাকে সমর্থন করেনা একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ।
বিএনপি একটি পরিচ্ছন্ন ও সংগঠিত রাজনৈতিক দল। এই দল কখনো অন্যায়কে সমর্থন করে না।
দলের নাম ব্যবহার করে ৫ই আগষ্টের পর যারা সহিংসতা করেছে এবং এখন ও করছে তাদের কাউকে একচুল ও ছাড় না দেওয়ার হুশিয়ারি প্রদান করেছেন তিনি।
বুধবার সকালে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর ঘাটে উপস্থিত নেতাকর্মীরা উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরও বলেন, মনে রাখবেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি আর নির্বাচন কবে হবে তাও নিশ্চিত নয়। তাই সবার উচিত মানুষের সাথে ভালো ব্যবহার করে তাদের মন জয় করা।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, পৌর বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝন্টুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।