1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
যশোরের মাদক ব্যবসায়ী আসিফের দৌরাত্ম্য - Bhola Crime
শুক্রবার, ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংক সুদ হার নতুন কৌশল সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে লালমোহন-তজুমদ্দিনকে,বললেন বাবুল পন্চায়েত মেজর হাফিজের হস্তক্ষেপে টোল ও চাঁদামুক্ত হলো লালমোহন বাজার,স্বস্তিতে শ্রমজীবি চালকগন নতুন যারা যুক্ত হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে,শপথ কাল এত দ্রুত যে স্বাধীনতা দেখতে পাবো ভাবি নাই-লালমোহন সমাবেশে মেজর হাফিজ গঠিত হলো লালমোহন প্রেসক্লাবের আহবায়ক কমিটি নয়াপল্টনে বি.এন.পির সমাবেশের ডাক দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিতে বি.এন.পিতে স্বস্তি সকলকে শান্ত থাকার আহবান জানিয়েছেন বি.এন.পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজৈরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন নূর জাহান পারুল

যশোরের মাদক ব্যবসায়ী আসিফের দৌরাত্ম্য

মোঃ মারুফ হাসান/সম্পাদক
  • শুক্রবার, ৫ আগস্ট, ২০২২

যশোরের মাদক ব্যবসায়ী আসিফের দৌরাত্ম্যে অতিষ্ট এলাকাবাসী,তার মাদক ব্যবসার পরিধী বিস্তারে ও সেবনে নষ্ট হয়ে যাচ্ছে যুব সমাজ ৷

বিস্তারিত : যশোরে মুড়লি জোড়া মন্দিরস্থ অভিজাত এলাকায় সিলেট চুনঘর ও যশোর চুনঘর নামে দুইটি প্রতিষ্ঠানের মালিক মৃত শফিকুল ইসলামের একটি বাড়ি ভাড়া নেন।

সেই সিলেট চুনঘর ও যশোর চুনঘরে সবার অগোচরে দীর্ঘদিন ধরে মাদক সাপ্লাইয়ের ব্যবসা করে আসছিলেন মৃত শফিকুল ইসলামের বখাটে ছেলে আসিফ উরফে তামিম মোল্লা, ছোটভাই সাকিব ও মামা সুমন।

সর্বশেষ গোয়েন্দা রিপোর্ট পত্রিকার কাছে এ সংক্রান্ত তথ্য আসে।
এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানা যায় আসিফ ও তারভাই দীর্ঘদিন যাবত ইয়াবা,ফেন্সিডিল ও বিদেশি মদের ব্যবসা করে আসছে বলে এলাকাবাসী জানান।
এলাকাবাসী আরো জানান,চুন ব্যবসার আড়ালে আসিফ দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকের ব্যবসা করে আসছিলেন।

তারা এসব মাদক কোথা থেকে সংগ্রহ করতেন কিংবা তাদের কাছে কারা পৌঁছে দিত তা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে।

আসিফের বিরুদ্ধে চুরি,অপহরণ,ছিনতাইয়ের মামলা আছে। আসিফ ওরফে তামিম মোল্লা গোয়েন্দা রিপোর্ট এর প্রধান সম্পাদক আবুল হোসেন মজুমদারকে
ফোন করে বলেন তার বিরুদ্ধে কোন সংবাদ প্রকাশ করলে তার পরিনাম শুভ হবে না বলে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং হত্যার হুমকি দেন। এ ব্যাপারে মতিঝিল জিডি করা হয়েছে জিডি নং ২৭৪ তারিখ ৪/৮/২০২২।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022