এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের আলোচনাটা ছিল এমন। ‘পরিষ্কার ফেবারিট’ তকমা নিয়েই এবার বিশ্বকাপ শুরু করেছিল ভারত। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সাবেক থেকে শুরু করে অনেক বর্তমান খেলোয়াড়ও ভবিষ্যদ্বাণী করে ফেলেছিলেন, ভারতই হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন। অনেকে তো এও বলেছিলেন, উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল হবেন সর্বোচ্চ রানসংগ্রাহক এবং ফাস্ট বোলার যশপ্রীত বুমরা হবেন সর্বোচ্চ উইকেটশিকারি।
কিন্তু টুর্নামেন্টের শুরুতেই পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। এর পরও ভারতের পক্ষে বাজি ধরার লোক কম ছিল না। নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তভাবে ঘুরে দাঁড়াবে বলেই বিশ্বাস ছিল তাঁদের। কিন্তু গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে সুপার টুয়েলভ থেকেই বাদ পড়ার শঙ্কায় এখন বিরাট কোহলির দল। ভারতের খেলা দেখে চিন্তিত হওয়ার কারণ খুঁজে পাচ্ছেন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন।