প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটের বিশাল হার। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আট উইকেটে নাস্তানাবুদ। টুর্নামেন্টে যারা সবচেয়ে বড় ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে এসেছিল, তাদের এ কী অবস্থা!
অবাক বিস্ময়ে বিশ্ব দেখেছে ভারতের পতন। সেমির আগেই যে বিরাট কোহলিরা বাদ পড়ে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। অথচ কে ভেবেছিলেন, কোহলিদের অবস্থা এমন হবে? অবশ্য একজনের কথা শুনে মনে হতে পারে, কোহলিদের পারফরম্যান্স যে এমন হতাশাজনক হবে, সেটা আগেই বুঝেছিলেন। তিনি আর কেউ নন, ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক পেস তারকা শোয়েব আখতার।