1. masud.shah@gmail.com : Administrator :
  2. news.bholacrime@gmail.com : News Editor : News Editor
  3. subeditor.bholacrime@gmail.com : Sub Editor : Md. Iqbal Hossain
কিশোরগঞ্জের হাওড় হতে পারে দেশের বৃহৎ পর্যটন অঞ্চল- ট্যুরিজম ডেভলপমেন্ট সোসাইটি অব বাংলাদেশ - Bhola Crime
শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্যাংক সুদ হার নতুন কৌশল সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে লালমোহন-তজুমদ্দিনকে,বললেন বাবুল পন্চায়েত মেজর হাফিজের হস্তক্ষেপে টোল ও চাঁদামুক্ত হলো লালমোহন বাজার,স্বস্তিতে শ্রমজীবি চালকগন নতুন যারা যুক্ত হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে,শপথ কাল এত দ্রুত যে স্বাধীনতা দেখতে পাবো ভাবি নাই-লালমোহন সমাবেশে মেজর হাফিজ গঠিত হলো লালমোহন প্রেসক্লাবের আহবায়ক কমিটি নয়াপল্টনে বি.এন.পির সমাবেশের ডাক দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিতে বি.এন.পিতে স্বস্তি সকলকে শান্ত থাকার আহবান জানিয়েছেন বি.এন.পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজৈরে মহিলা ভাইস চেয়ারম্যান হলেন নূর জাহান পারুল

কিশোরগঞ্জের হাওড় হতে পারে দেশের বৃহৎ পর্যটন অঞ্চল- ট্যুরিজম ডেভলপমেন্ট সোসাইটি অব বাংলাদেশ

মো; মারুফ হাসান
  • শনিবার, ২৯ আগস্ট, ২০২০

কিশোরগঞ্জের মিঠামইন, ইটনা ও অষ্টগ্রামের অসংখ্য হাওড় ঘিরে গড়ে উঠতে পারে অভ্যন্তরীণ ট্যুরিজমের বিশাল ক্ষেত্র। শুধু তাই নয় ইউরোপ, আমেরিকা ও থাইল্যান্ডের মত ওয়াটার ট্যুরিজম ভিত্তিক অবকাঠামো উন্নয়ন করা গেলে দক্ষিন এশিয়ার পর্যটন আকর্ষণের অণ্যতম কেন্দ্রবিন্দুও হতে পারে কিশোরগঞ্জের এই হাওড় এলাকা।

সম্প্রতি ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটি অব বাংলাদেশ – টিডিএসবির কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনের সভাপতি ড. এ আর খান এর সভাপতিত্বে কমিটির সদস্যরা এসব বলেন। ড. এর খান বলেন করোনার কারনে সারা পৃথিবী যখন পর্যুদস্ত-পর্যটন খাতে যখন ধ্বস নেমেছে তখন অভ্যন্তরীণ ট্যুরিজমের দিকে নজর দেবার বিকল্প নেই।

টিডিএসবির সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ শ্রাবণ জানান বেসরকারী উদ্যোক্তাদের কারনেই রাঙামাটি, খাগড়াছড়ি বান্দরবান সহ দেশের নানা প্রান্তে বিভিন্ন হোটেল মোটেল রিসোর্ট গড়ে উঠেছে। হাওড়কে ঘিরে ওয়াটার স্পোর্টস, ফ্লোটিং মার্কেট, ভাসমান রেস্তোরা ও ভাল মানের আবাসিক হোটেল গড়ে তোলার যথেস্ট সুযোগ রয়েছে কিশোরগঞ্জে।প্রয়োজন শুধু সরকারী উদ্যোগ ।

সভায় জানানো হয়, কিশোরগঞ্জ জেলার হাওড় অঞ্চলকে কিভাবে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করা যায় তা নিয়ে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, সাংবাদিকবৃন্দ, সুশীলসমাজ ও পর্যটন ব্যাবসায়ীদের সাথে এক মত বিনিময় সভায় অংশগ্রহণ করতে আগামী ১লা সেপ্টম্বর সরেজমেনি হাওড় এলাকা পরিদর্শন করবে টিডিএসবি’র একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

টিডিএসবির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরিদা ইয়াসমিন রিনীতা জানান এই সংগঠনটি কোন ব্যাবসায়িক সংগঠন নয় বরং পর্যটনে আগ্রহী যেকোন ব্যক্তি নিজ নিজ অবস্থান থেকে পর্যটন খাত বিকাশের স্বার্থে সংগঠনটিতে সদস্য হিসেবে যোগ দিতে পারেন। যা ভবিষ্যতে একটি আদর্শ পর্যটনভিত্তিক রাষ্ট্র গঠনে ব্যাপক ভুমিকা রাখবে। সংগঠনটির সদস্য হতে চাইলে অথবা অন্য কোন তথ্য জানতে Tourism Development Society Of Bangladesh এর ফেসবুক পেজ অথবা  tdsb.org.bd তে ভিজিট করার অনুরোধ জানান ফরিদা ইয়াসমীন রিনীতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020-2022