সহকারী পুলিশ সুপারের কার্যালয় তজুমদ্দিন সার্কেল ভোলা’র অফিসের শুভ উদ্বোধন করলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম ৷অদ্য ১৭ নভেম্বর ২০২৩ খ্রিঃ শুক্রবার বিকেল ৪.০০ ঘটিকায় কুন্জেরহাট ভোলা চরফ্যাশন মহাসড়কের পাশে অবস্থিত মাতাব্বর ম্যানশনের নিচতলায় অবস্থিত সহকারী পুলিশ সুপারের কার্যালয় তজুমদ্দিন সার্কেল এর এ অফিসটি উদ্ভোধন করা হয় ৷
প্রথমে পবিত্র কোরআন তিলাওয়াত এবং মহান রাব্ব্বুল আলামিন এর কাছে দোয়া মোনাজাত এবং কেক কাটার মধ্য দিয়ে উক্ত অফিসের উদ্বোধন কার্যক্রম শুরু হয় ৷
আলাপকালে ভোলা জেলা পুলিশ সুপার জনাব মাহিদুজ্জামান বিপিএম বলেন পুলিশী সেবাকে জনগনের দ্বারপ্রান্তে পৌছে দেওয়ার জন্য সরকার এবং প্রশাসন সর্বদা নিয়োজিত ৷
এ বিষয়ে তজুমদ্দিন এবং মনপুরা থানার সহকারী পুলিশ সুপার জনাব মোঃ মাসুম বিল্লাহ বলেন জনগনের নিরাপত্তা সহ যেকোন প্রশাসনিক সেবায় তিনি ও তার অফিস সর্বদা সচেষ্ট থাকবে ৷এ সময় জনাব মোঃ মামুন অর রশিদ(অতিরিক্ত পুলিশ সুপার,প্রশাসন ও অর্থ,ভোলা) জনাব মো: বাবুল আখতার (অতিরিক্ত পুলিশ সুপার,লালমোহন সার্কেল,ভোলা) জনাব মোঃ মাসুম বিল্লাহ,(সহকারী পুলিশ সুপার,তজুমদ্দিন সার্কেল, ভোলা) তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মুরাদ সহ ভোলা জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ এবং মাতাব্বর ম্যানশনের মালিক জনাব ফয়েজ মাতাব্বর সহ স্থানীয় জনপ্রতিনিধিগন সহ সর্বস্তরের জনগণ উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।